আগৈলঝাড়ায় হামলায় ১০ জন আহত ॥ চাইনিজ কুড়াল উদ্ধার
আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে থানার সামনের সড়কে বাইন বংশের হামলায় মন্ডল বংশের ১০জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এসময় পুলিশ একটি চাইনিজ কুড়াল উদ্ধার করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। গুরুতর আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, থানার পাশ্ববর্তী এলাকার সুকলাল বাইন ও শ্যামল মন্ডলের মধ্যে রবিবার রাতে থানার সম্মুখের প্রধান সড়কে বসে শুক্রবারের লক্ষ্মী পুজা নিয়ে বাকবিতন্ডার জেরধরে বাইন বংশেয় লোকজনে দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে মন্ডল বংশের লোকজনের ওপর অতর্কিত ভাবে হামলা চালায়। এতে শ্যামল মন্ডল, মলয় মন্ডল, বিকাশ মন্ডল, অমৃত মন্ডল, সুমন মন্ডল, মিঠুন মন্ডল, মনীন্দ্র মন্ডল, মৃদুল মন্ডল, অপূর্ব মন্ডল, অরবিন্দু মন্ডল আহত হয়েছে। গুরুতর আহত শ্যামলকে বরিশাল ও মলয়সহ তিন জনকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।