আগৈলঝাড়ায় বখাটে কর্তৃক শিশু ধর্ষন

24/11/2013 4:41 pmViews: 12

গৌরনদী প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলার নাঘিরপাড় কেজি স্কুলের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেছে বখাটে যুবক বিপ¬ব বৈদ্য। মুর্মুর্ষ অবস্থায় ধর্ষিতা শিশুটিকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায়  রবিবার বিকেলে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এজাহারে জানা গেছে, নাঘিরপাড় গ্রামের গনেশ চন্দ্র বৈদ্যর পুত্র বিপ¬ব বৈদ্য শনিবার বিকেলে পাশ্ববর্তী বাড়ির ৫ বছরের শিশু কন্যা ও নাঘিরপাড় কেজি স্কুলের শিশু শ্রেনীর এক শিক্ষার্থীকে বাড়ির পার্শ্বে একা পেয়ে পার্শ্ববর্তী ধান ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষিতা শিশুর ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ধর্ষক বিপ¬ব পালিয়ে যায়। অজ্ঞান অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গতকাল রবিবার বিকেলে শিশুর দাদি মালতী বৈদ্য বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

Leave a Reply