আগৈলঝাড়ায় ককটেল বানাতে গিয়ে বিএনপি নেতার ছেলেসহ দু’জন আহত

02/12/2013 12:37 pmViews: 11

গৌরনদী প্রতিনিধি
ককটেল বানাতে গিয়ে তা বিস্ফোরনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন বিএনপি নেতা তরু হালদারের পুত্র ও তার সহযোগী গুরুতর আহত হয়েছে। তাদের গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য রতিকান্ত হালদার জানান, বাটরা গ্রামের মৃত শান্তি রঞ্জন হালদারের ভবনে বসে শনিবার রাতে তার পুত্র ও ছাত্রদল নেতা সচিদা হালদার (২৫) এবং বিএনপি নেতা তরুন কান্তি হালদারের পুত্র আশিষ হালদার (১৮) ককটেল বানাতে গিয়ে তা বিস্ফোরনে গুরুতর আহত হয়। এতে আশিষের হাতের দু’আঙ্গুল উড়ে যাওয়াসহ উভয়ের মুখমন্ডল ঝলসে যায়। গুরুতর অবস্থায় তাদের প্রথমে আগৈলঝাড়া ও তাৎক্ষনিক বরিশালের একটি ক্লিনিকে গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে আগৈলঝাড়া থানার এস.আই মোস্তাফিজুর রহমান খান গতকাল রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply