আগৈলঝাড়ায় অর্ধবেলা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ
আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের বিশিষ্ট ব্যবসায়ী ও হাট পরিচালনা কমিটির সহসভাপতি অমল কৃষ্ণ বিশ্বাসের মৃত্যুতে গতকাল সোমবার সকাল থেকে অর্ধবেলা ব্যবসা প্রতিষ্ঠা বন্ধ রেখে শোক কর্মসূচী পালন করা হয়েছে।
ওইদিন বিকেলে বাজারের টল ঘরে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সদর হাট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক হাওলাদার। সভায় নিহত ব্যবসায়ী অমল কৃষ্ণ বিশ্বাসসহ বাজারের প্রয়াত ১২জন ব্যবসায়ীর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বাকাল ইউনিয়নের চেয়ারম্যান বিপুল দাস, গৈলা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, সাধারণ সম্পাদক মোল্লা মোঃ হান্নান, এস.আই মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী শাহ আলম হাওলাদার ধলা, বিমল মন্ডল, খোকন হাওলাদার, আশিষ তপাদার, ইউপি সদস্য অতুল সরকার প্রমুখ। উল্লেখ্য, গত ১৫ অক্টোবর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমল বিশ্বাস মারা যান।