আগের সরকারের চুক্তির অধীনেই বাংলাদেশ, ইন্দোনেশিয়ার শ্রমিক নেবে মালয়েশিয়া
গত সপ্তাহে মন্ত্রী শিবকুমার প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, শ্রমিকের সংকট হবে তার মানব সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার। ২রা ডিসেম্বর পর্যন্ত ৪৬৬টি নিয়োগকারী প্রতিষ্ঠানের ৭৫৭৫১টি আবেদনের মধ্যে ৬৭,৯৫৮টি অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, শ্রমিক সংকটের বিষয়ে ঘনিষ্ঠভাবে তারা কারখানার সঙ্গে জড়িতদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। এক্ষেত্রে তারা জোর দিয়েছেন টেকনিক্যাল, ভোকেশনাল শিক্ষা এবং প্রশিক্ষণ, মেধা ব্যবস্থাপনার দিকে।
এর আগে এ বছরের শুরুর দিকে সদ্য বিদায়ী সরকারের মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান বাংলাদেশের সঙ্গে শ্রমিক সংকট নিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।