আগের চেয়েও সাহসী আলিয়া

25/03/2014 9:27 pmViews: 7

aliua bat  নিজের অভিনীত প্রথম দুই ছবিতেই বাজিমাত করেছেন মহেশ ভাট কন্যা আলিয়া ভাট। করন জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ এবং ইমতিয়াজ আলীর ‘হাইওয়ে’ ছবির মাধ্যমে দর্শকমহলে দারুণভাবে প্রশংসিত হন তিনি। বর্তমানে তার অভিনীত ‘টু স্টেটস’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছবিতে অর্জুন কাপুরের বিপরীতে কাজ করেছেন তিনি। এখানে প্রথমবারের মতো তিনি অর্জুনের সঙ্গে চুমোদৃশ্যেও ক্যামেরাবন্দি হয়েছেন। ধারণা করা হচ্ছে, আলিয়ার প্রথম দুটির মতো এ ছবিটিও দর্শক বেশ পছন্দ করবেন। তবে নতুন খবর হচ্ছে পূজা ভাটের ছোটবোন আলিয়া চুমোদৃশ্যে পারফর্ম করার পর এবার আগের চেয়েও বেশি সাহসী হয়েছেন। প্রথমবারের মতো বিকিনিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। অভিষেক কাশিয়াপের নতুন ছবিতে তাকে এমন দৃশ্যে কাজ করতে দেখা যাবে। বিষয়টি এরই মধ্যে আলোচনায় নিয়ে এসেছে আলিয়াকে। এ ছবিতে তিনি অভিনয় করবেন রণবীর কাপুরের বিপরীতে। প্রথমবারের মতো তারা একসঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন। দু’জন তরুণ তরুণীর প্রেম-ভালবাসা-স্বপ্ন-পথচলা-ভাঙন এই সবকিছু নিয়েই ছবির কাহিনী এগিয়ে যায়। মূলত চলতি প্রজন্মের তরুণদের অতি আধুনিক মানসিকতার বিষয়টিকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ হয়েছে। এরই মধ্যে এই ছবিটির শুটিং অনেকখানি শেষ হয়েছে। মুম্বই হয়ে ছবির শুটিং চলবে ব্যাংকক ও নিউজিল্যান্ডে। ছবিটি চলতি বছরেই মুক্তির কথা রয়েছে। ছবির একটি গানে এককভাবে পারফর্ম করবেন আলিয়া। সেই গানেই বিকিনি পরে সমুদ্রে লুটোপুটি খেতে দেখা যাবে এই অভিনেত্রীকে। তবে প্রথমবারের মতো বিকিনি পরলেও বেশ সাবলীলভাবে দৃশ্যটি করেছেন আলিয়া। এটা নিয়ে একদমই বিব্রত নন তিনি। এ বিষয়ে আলিয়া বলেন, আমি প্রফেশনালি কাজ করছি। আমার বাবা ও বোনের কাছ থেকে শিখেছি কাজটাকেই সব সময় গুরুত্ব দিতে। তাই অভিনয় করতে গিয়ে বিকিনি পরা কোন বড় বিষয় নয়। আমি আমার চরিত্র রূপদান করতে গিয়েই বিকিনি পরেছি। আমি এ ছবিটি নিয়ে দারুণ আশাবাদী। আমার বিশ্বাস সবারই ভাল লাগবে ছবিটি।

Leave a Reply