‘আগুন সন্ত্রাস আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না’

12/08/2016 4:37 pmViews: 8
‘আগুন সন্ত্রাস আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না’
 
‘আগুন সন্ত্রাস আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না’
আমরা উদার গণতন্ত্রে বিশ্বাসী নই। আগুন সন্ত্রাস আর গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। নীলফামারীর সৈয়দপুরে বৃহস্পতিবার রাতে ১৪দল আয়োজিত জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ১৪ দলের প্রধান সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
স্থানীয় পুলিশ ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, বাংলার মাটিতে বঙ্গবন্ধু’র খুনিদের বিচার হবে এটা একটা স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন। ৭১’র মানবতাবিরোধীদের বিচার হচ্ছে, ফাঁসি কার্যকর হচ্ছে। আওয়ামী লীগ কথা ও কাজে বিশ্বাসী।
তিনি বলেন, জঙ্গীবাদ ও সন্ত্রাস করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করা যাবে না। ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে। সকল নেতাকর্মীকে ঐকবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।
সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এমপি, জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া এমপি, ন্যাপ’র সাধারণ সম্পাদক ডা. এনামুল হক, কমিউনিস্ট সেন্ট্রালের অ্যাডভোকেট বাবু অসীত কুমার।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক, রেল শ্রমিক নেতা মোখছেদুল মোমিন, সাবেক পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সহ ১৪দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ পরিচালনা করেন পৌর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহীন। কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত সমাবেশে প্রায় পাঁচ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন। সমাবেশ রাত ৮টায় শুরু হয়ে চলে রাত ১২টা পর্যন্ত।

Leave a Reply