আগামী ২৭ জানুয়ারি নতুন সরকার
আগামী ২৭ জানুয়ারি সোমবার নতুন সরকার গঠন করা হবে। এর আগে ২৫ জানুয়ারি শনিবার শপথ নেবেন দশম জাতীয় সংসদের নবনির্বাচিত এমপিরা। নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এদিকে দশম সংসদ নির্বাচন না হতেই একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আ’লীগ। এ জন্য ১২ কোটি ৭০ লাখ টাকার ফান্ড গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১২৭ জন এমপিকে ১০ লাখ টাকা করে অনুদান দিতে হবে। যারা অনুদানের অর্থ পরিশোধে গড়িমসি করবেন, তারা একাদশ সংসদ নির্বাচনে দলের টিকিট পাবেন না। আওয়ামী লীগ প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা একক প্রার্থী হয়েছেন তাদের এখনই খুশি হওয়ার কোনো কারণ নেই। আগামী ৫ জানুয়ারি নির্বাচনের পর তাদের অপেক্ষায় থাকতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারি নবম জাতীয় সংসদের মেয়াদ শেষ হয়ে যাবে। এরপরই শপথ নেবেন দশম সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা। সে ক্ষেত্রে ২৫ জানুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে।
গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণের বিধান রয়েছে। তাদের শপথ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। কোনো কারণে তিনদিনের মধ্যে সম্ভব না হলে নবনির্বাচিত এমপিদের শপথ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। প্রধানমন্ত্রীসহ নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ করাবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ।
আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে নতুন সরকারপ্রধান কে হচ্ছেন, তা নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আওয়ামী লীগের নীতিনির্ধারক নেতারা বলেছেন, শেখ হাসিনাই হচ্ছেন নতুন সরকারের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন, বিরোধীদল জামায়াত-শিবিরের সঙ্গ ত্যাগ করলে শিগগির একাদশ সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হবে। তবে বিএনপি যদি স্বাধীনতা বিরোধীদের সঙ্গ ত্যাগ না করে তাহলে একাদশ সংসদ নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগ এখনই মাথা ঘামাবে না।