আগামী সংসদ নির্বাচন ৭০ সালের মতো গুরুত্বপূর্ণ: নাসিম
আগামী সংসদ নির্বাচন ৭০ সালের মতো গুরুত্বপূর্ণ: নাসিম
আগামী জাতীয় সংসদ নির্বাচন ৭০ সালের মতো গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, এ নির্বাচনে ভোট দিতে ভুল হলে দেশে আবার জঙ্গি উত্থান হবে। ভুল হলে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হবে, বাঙালি জাতীয়তাবাদ ধ্বংস হবে। আজ শনিবার বিকেলে যমুনা নদীবেষ্টিত সিরাজগঞ্জের কাজীপুরের দুর্গম চর কুমারিয়াবাড়ি মনসুর আলী জাতীয় উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
১৪ দলের মুখপাত্র, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের নির্বাচন। এ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাঁকে মনোনয়ন দেবেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাহাড়সম শক্তির মতো ঐক্যবদ্ধ হয়ে তাঁর জন্য কাজ করবেন। নৌকার বিজয় ছিনিয়ে আনবেন।
বিএনপিকে নির্বাচনী মাঠেই মোকাবিলা করবে আওয়ামী লীগ, এমন মন্তব্য করে তিনি আরও বলেন, যে দল নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে জনগণ। খেলা হবে নির্বাচনী মাঠে। রেফারি থাকবে নির্বাচন কমিশন। জনগণ যাদের রায় দেবে, তারাই সরকার গঠন করবে।
নির্বাচনী মাঠ থেকে বিএনপিকে না পালানোর আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম আরও বলেন, জনগণের ভোট নিয়ে শেখ হাসিনা এবারও সরকার গঠন করে বিজয়ের হ্যাটট্রিক মুকুট পরবেন।
মনসুর নগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সরিষাবাড়ীর সাবেক সাংসদ মুরাদ হাসান, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বেলাল হোসেন, মনসুর আলী জাতীয় উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, সরিষাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন প্রমুখ।