আগামী মাসে মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন: কাদের

13/05/2016 7:03 pmViews: 14
আগামী মাসে মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন: কাদের
আগামী মাসে মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন: কাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে মেট্রোরেল নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী শুক্রবার  উত্তরায় মেট্রোরেল ডিপোর উন্নয়ন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, আশা করা যায়, ২০১৯ সালে মেট্রোরেল রুট-৬ এর বাণিজ্যিক পরিচালনা শুরু সম্ভব হবে।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ শেষে মেট্রোরেল রুট-৬ এর ডিপো উন্নয়নের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, মেট্রোরেলের ডিপো এলাকার ভূমি উন্নয়ন এবং প্রয়োজনীয় স্থাপনা নির্মাণে ব্যয় হবে ৫৬৭ কোটি টাকা। গত মার্চের শেষ সপ্তাহে ডিপো নির্মাণে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে প্রকল্প কর্তৃপক্ষ নির্বাচিত জাপাফন প্রতিষ্ঠান টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সাথে চুক্তি সই করেছে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যমান এলাইনমেন্ট বা রুটটি অনুমোদিত। এটি পরিবর্তনের আর কোনো সুযোগ নেই।

Leave a Reply