আগামী বাজেট আড়াই লাখ কোটি টাকার : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৪-১৫ সালের বাজেটের আকার হবে আড়াই লাখ কোটি টাকা।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ব্যাংকের অলস টাকা ব্যবহার করা হবে না। কারণ সরকার মূল্যস্ফীতির হার বাড়াতে চায় না। আগামীতে রাজস্ব আদায়ের হার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় ১৪ শতাংশ হবে। সরকার এটি ২০ শতাংশে উন্নীত করতে চায়।
মন্ত্রী বলেন, বাজেটটি করার সময় বিনিয়োগ, ব্যক্তি খাতের আস্থা, সরাসরি বৈদেশিক বিনিয়োগ ও শিক্ষার গুণগত মানোন্নয়নের বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, এবারের বাজেট সাতটি জেলাভিত্তিক করা হবে। তবে ইউনিয়ন পর্যায়ে বাজেট করা হবে না। অর্থনীতিবিদেরা ইউনিয়ন পর্যায়ে সরাসরি বাজেট বরাদ্দ করার প্রস্তাব দিয়েছেন।’
মন্ত্রী আরও বলেন, শুধু আমদানি নয়, রপ্তানি ক্ষেত্রেও প্রণোদনা দেওয়ার সুপারিশ করেছেন। অর্থ মন্ত্রণালয়েও একটি উপদেষ্টা কমিটি গঠন করার সুপারিশ এসেছে। বাজেট করার সময় এসব বিষয় মাথায় রাখা হবে।
আলোচনা সভায় অর্থনীতিবিদ বিনায়ক সেন, জায়েদ বখত, নাজিম আহমেদ, মেজবাহউদ্দিন আহমেদ, তানভীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।