আগামী বছরই বিয়ে করছেন ক্যাট-রনবীর
ঢাকা: মিডিয়ায় প্রকাশ্যে আসার পর থেকেই চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাঁদের সম্পর্ক। সম্পর্ক যখন থাকবে কি থাকবে না, এই টানাপোড়েনে দুলছে তখনই এল স্বস্তির সুর। শোনা যাচ্ছে আগামী বছরই হয়তো গাঁটছড়া বাঁধতে চলেছেন রনবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। এমনকী, রনবীরের মা নিতু নাকি এর মধ্যেই ছেলের বিয়ের পরিকল্পনাও শুরু করে দিয়েছেন।
বিয়ের সিদ্ধান্ত নিয়ে মতের অমিলেই দূরত্ব বেড়েছিল দুজনের। শোনা গিয়েছিল কেরিয়ারের শীর্ষে থেকে নাকি রনবীরকে বিয়ে করতে চাইছেন না ক্যাট। যদিও পরে জানা যায় বিষয়টা পুরোটাই উল্টো। ক্যাটরিনা তৈরি থাকলেও বিয়ে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন রনবীর। ভেঙে পড়েছিলেন ক্যাট।