আগামী প্রজন্মকে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী
আগামী প্রজন্মকে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউটে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, আগামী প্রজন্মকে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। কেননা, ত্যাগের মধ্য দিয়ে মহান কিছু অর্জন করা সম্ভব।
তিনি বলেন, ১৫ আগস্টকে কারবালার সঙ্গে তুলনা করা যায়। ঐদিন বঙ্গবন্ধুর পরিবারের কাউকে রেহাই দেয়া হয়নি। বঙ্গবন্ধুর রক্ত নিশ্চিহ্ন করতে ছোট শেখ রাসেলকে হত্যা করা হয়েছে। বাংলাদেশকে স্বাধীনতা এনে দেয়ার অপরাধে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, সব কষ্ট বুকে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের কোনো শিশু লেখাপড়া থেকে বঞ্চিত হবে না। বাংলাদেশের মানুষ কারো কাছে মাথা নত করবে না।