আগামী নির্বাচন বানচালের ক্ষমতা কারো

11/03/2018 11:39 amViews: 10

 

 
‘আগামী নির্বাচন বানচালের ক্ষমতা কারো নেই’

ফাইল ছবি
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। নির্বাচনকে বানচাল করার ক্ষমতা বাংলাদেশে কারো নেই উল্লেখ করে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার বিকেলে সদর উপজেলার আলীনগর ইউনিয়নে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. বসির আহমেদ সমাবেশে সভাপতিত্ব করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজা হয়েছে। তিনি বর্তমানে জেলে রয়েছেন। এব্যাপারে সরকারের কোন কিছু করার নেই। আজকে প্রমাণিত হয়েছে খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন।’

Leave a Reply