আগামী নির্বাচনে ৩শ’ আসনে প্রার্থী দেবে জাপা
জাতীয় পার্টি-জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে তার দল সরকার গঠন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাপা প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের বাসভবনে গতকাল রবিবার দুপুরে মধ্যাহ্ন ভোজনের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, গাইবান্ধার ৫টি আসনের মধ্যে ৪টিতে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এরা হলেন: গাইবান্ধা-১ আসনে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ আসনে আব্দুর রশিদ সরকার, গাইবান্ধা-৩ আসনে ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী ও গাইবান্ধা-৫ আসনে অ্যাডভোকেট এএইচএম গোলাম শহীদ রঞ্জু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ সরকার, প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর খালেদ আকতার প্রমুখ।