আগামীকালও চলবে গণতন্ত্রের অভিযাত্রা
নিউজ7 ডটকম, ঢাকা : মার্চ ফর ডেমোক্রেসি বা গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি আগামীকাল সোমবারও অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
পুলিশি বাধার মুখে রোববার বিকালে গুলশানের বাসভবনে অপেক্ষমান সাংবাদিকদের কাছে তিনি এ ঘোষণা দেন।
তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবিতে আজ ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপি চেয়ারপারসন। গত ২৪ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দিয়ে বেগম খালেদা জিয়া লাল-সবুজের পতাকা হাতে সারাদেশ থেকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঢাকায় আসার আহ্বান জানান।
বেগম খালেদা জিয়ার এ কর্মসূচি ঘোষণার পর থেকেই সারাদেশে নিরাপত্তা জোরদার করে সরকার। কর্মসূচি বানচালে সরকার সমর্থিত মটরচালক শ্রমিক নামের একটি সংগঠন ২৮ ও ২৯ ডিসেম্বর হরতালও ডাকে।
একই সঙ্গে দেশের সব জেলা থেকে ঢাকা অভিমুখী যানচলাচল বন্ধ করে দেয় প্রশাসন।
এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাতে বিরোধীদলীয় নেতার পুলিশি প্রটোকল প্রত্যাহার করা হয়। এরপর বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য তার গুলশানের বাসভবন ঘেরাও করে। বন্ধ করে দেয় তার বাড়ির সামনের রাস্তাটিও।
এ অবস্থায় রোববার বিকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নয়াপল্টনে যাওয়ার জন্য বাসা থেকে বের হতে চাইলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে বাধা দেয়। বাধার মুখে সেখানে অপেক্ষমান সাংবাদিকদের কাছে আগামীকাল সোমবারও মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি চলবে বলে তিনি ঘোষণা দেন।