‘আওয়ামী লীগ গণতন্ত্রকে কবরে পাঠিয়েছে’
‘আওয়ামী লীগ গণতন্ত্রকে কবরে পাঠিয়েছে’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য সংগ্রাম, মুক্তিযুদ্ধ করা সংগঠন, আজ তারাই গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে কবরে পাঠিয়েছে। আজ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে নির্যাতন নিপিড়ন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। বৃহস্পতিবার রাতে জেলা পরিষদ মিলনায়তনে পৌর বিএনপি আয়োজিত নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।
সরকার অদ্ভুত বিরোধীদল দিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, আমরা সংসদে কথা বলতে চাই। নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে সংসদে সত্যিকারের সরকার ও শক্তিশালী বিরোধীদল দেখতে চাই।
পৌর বিএনপির সভাপতি এডভোকেট আব্দুল হালিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- নব-নির্বাচিত পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সদর উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সহ-সভাপতি নুর করিম, সাহেদ কামাল চৌধুরী, গোলাম সারোয়ার রঞ্জু চৌধুরী, সুলতানুল ফেরদৌস ন¤্র, যুগ্মসম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ।
এর আগে বিএনপির নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।