আওয়ামী লীগ আবারো রাষ্ট্রক্ষমতা দখলে নিতে চায়: মির্জা ফখরুল

24/04/2023 9:08 pmViews: 1

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে তারা একদলীয় সরকারের দিকে যাচ্ছে। ইতিপূর্বে গিয়েছে। আবারো তারা একইভাবে ১৪ সালের মতো, ১৮ সালের মতো নির্বাচন করতে চায়। তাদের লক্ষ্য সেটাই দেখাচ্ছে। তারা পরিষ্কার করে বলছে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো আলাপ হবে না। বিরোধী দলের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। অর্থাৎ সমস্ত রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে তারা (সরকার) আবারো আগামী নির্বাচন পার হতে চায়। রাষ্ট্রক্ষমতা দখলে নিতে চায়।
আজ সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।

Leave a Reply