আওয়ামী লীগ ‘অযৌক্তিক’ সংসদ বর্জন করবে না: কামরুল

05/10/2013 4:56 pmViews: 19

ain montryপ্রতিবেদক : আওয়ামী লীগ বিরোধী দলে গেলে দেশে অযৌক্তিক সংসদ বর্জনের সংস্কৃতি চালু করবে না বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, ৯৬ এর আগে সংসদ বর্জন করেছিলাম, পদত্যাগ করেছিলাম। আমরা যখন সংসদ বর্জন করেছিলাম তখন তা ছিল যৌক্তিক।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। ‘সংসদ বর্জন জাতীয় উন্নয়নে অন্তরায়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন।

পৃথিবীর কোন দেশে সংসদ বর্জনের নিয়ম চালু নেই উল্লেক করে কামরুল ইসলাম বলেন, যারা সংসদ বর্জন করছে তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাই আগামী দিনে যারা সংসদ বর্জন করবে তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।

‘২৫ অক্টোবরের পর দেশ পরিচালনা করবে খালেদা জিয়া’ বিরোধী দলের এমন বক্তব্যের জবাবে কামরুল বলেন, এসময়ের পর দেশ পরিচালনা করবেন শেখ হাসিনা। এটা সংবিধানে বলা আছে। একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বর্তমান প্রধানমন্ত্রী।
সংগঠনের চেয়ারম্যান এসএম জহিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম, রাজিয়া মোস্তফা প্রমুখ।

Leave a Reply