আওয়ামী লীগের ৩ সংগঠনকে বিকল্প স্থানে সমাবেশের পরামর্শ
বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি না দিয়ে দুটি বিকল্প স্থানে সমাবেশ করতে আওয়ামী লীগের ৩ সহযোগী সংগঠনকে পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ঢাকা মহানগর নাট্যমঞ্চ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এর মাঠে সমাবেশ করতে পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে। এই পরামর্শ পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ বা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করতে ঢাবি কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে ছাত্রলীগ। তবে অনুমতির বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। নয়াপল্টন বা সোহরাওয়ার্দীতে বৃহস্পতিবার মহাসমাবেশ করতে ডিএমপিতে আবেদন করে বিএনপি। কার্য দিবস হওয়ায় গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশ করার পরামর্শ দিয়েছে ডিএমপি। তবে বিএনপি’র পক্ষ থেকে এখনও সমাবেশের স্থান নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।