আওয়ামী লীগের ২৫ অক্টোবরের সমাবেশ স্থগিত

19/10/2013 8:23 pmViews: 13

alig logoপ্রতিবেদক : আগামী ২৫ অক্টোবর ঢাকায় পূর্ব-নির্ধারিত সমাবেশ স্থগিত করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। ঢাকা মহানগর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করায় দলটি এ সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম এ তথ্য জানান।

মহানগরের এই দুই নেতা বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ২৫ অক্টোবরের সমাবেশ স্থগিত করা হয়েছে।’ সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেই অনুমতি সাপেক্ষ পরবর্তীতে আবার সমাবেশের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান তারা।

গত ১০ অক্টোবর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় দলের নেতারা ২৫ অক্টোবর ঢাকায় সমাবেশের সিদ্ধান্ত নেয়। মহানগর আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, রাজধানীতে পূর্ব-নির্ধারিত সভা স্থগিত করা হলেও ওইদিন যাতে বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে জন্য নেতাকর্মীদের সর্তক থাকতে নির্দেশ দেয়া হয়েছে

Leave a Reply