আওয়ামী লীগের ১২১ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত

29/11/2013 11:53 amViews: 7
বিশেষ প্রতিবেদক:
undefined

ঢাকা: আগামী নির্বাচনে আওয়ামী লীগের ১২১ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়েছে। তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়ার জন্য চিঠি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসব চিঠিতে স্বাক্ষর করতে শুরু করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

চূড়ান্ত প্রার্থীদের মধ্যে রয়েছেন: পঞ্চগড়-২ আসনে নূর”ল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ দবিরুল ইসলাম, দিনাজপুর-১ সতীশ চন্দ্র রায়, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ এ এইচ মাহমুদ আলী, দিনাজপুর-৫ মুস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬ বর্তমান সাংসদ আজিজুল ইসলাম চৌধুরীর সঙ্গে শিবলী সাদিকের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখনও নীতি নির্ধারকরা এ আসনের ব্যাপারে এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।

নীলফামারী-২ আসাদুজ্জামান নূর, নীলফামারী-৪ ইঞ্জিনিয়ার শেখ সেকেন্দার আলীর মনোনয়ন চূড়ান্ত তবে কর্নেল (অব.) মারুফ সাকলাইন এমপি প্রতীক বরাদ্দের চিঠি সংগ্রহের জন্য দলের নীতি নির্ধারকদের দ্বারে দ্বারে ঘুরছেন। লালমনিরহাট-১ মোতাহার হোসেন, নওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৫ আব্দুল মালেক, রাজশাহী-৬ শাহরিয়ার আলম, নাটোর-৩ জুনায়েদ আহমেদ পলক, নাটোর-৪ অধ্যাপক আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ-১ মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-২ ডা. হাবিবে মিল্লাত (মুন্না), সিরাজগঞ্জ-৫ আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-৬ চয়ন ইসলাম, পাবনা-১ শামসুল হক টুকু, পাবনা-২ মির্জা আব্দুল জলিল, পাবনা-৩ মকবুল হোসেন, পাবনা-৪ শামসুর রহমান শরিফ (দিলু), পাবনা-৫ গোলাম ফারুক খন্দকার।

কুষ্টিয়া-১ আফাজউদ্দিন আহমেদ, কুষ্টিয়া-৩ মাহবুবুল আলম হানিফ, কুষ্টিয়া-৪ সুলতানা তরুণ, চুয়াডাঙ্গা-২ আলী আজগর টগর, ঝিনাইদহ-১ মো. আব্দুল হাই, ঝিনাইদহ-৪ আব্দুল মান্নান, যশোরের সবকটি আসন নিয়ে নীতি নির্ধারকরা শেষ মুহূর্তে নানা হিসাব-নিকাশ করছে। মাগুরা-১ সিরাজুল আকবর, মাগুরা-২ বিরেণ শিকদার, বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-৩ তালুকদার আব্দুল খালেক, খুলনা-১ পঞ্চানন বিশ্বাস, খুলনা-৩ বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-৪ মোস্তফা রশীদি সুজা, খুলনা-৬ শেষ মুহূর্তে নুরুল হকের পরিবর্তে এড. সোহরাব আলী ছানা এমপি। সাতক্ষীরা-৩ সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের অবস্থা খারাপ হলেও তাকেই বেছে নেয়া হয়েছে। যদিও সাবেক সাংসদ ডা. মোখলেসুর রহমানের অবস্থা ভাল। বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ সম্ভু, বরগুনা-২ শওকত হাসানুর রহমান লিমন, পটুয়াখালী-২ আ স ম ফিরোজ, পটুয়াখালী-৪ মো. মাহবুবুর রহমান, ভোলা-২ তোফায়েল আহমেদ, ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আব্দুল্লাহ আল ইসলাম জেকব, বরিশাল-১ আবুল হাসনাত আব্দুল্লাহ, ঝালকাঠি-২ আমির হোসেন আমু, টাঙ্গাইল-১ ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-৪ আব্দুল লতিফ সিদ্দিকী, জামালপুর-১ আবুল কালাম আযাদ, জামালপুর-২ ফরিদুল হক খান দুলাল, জামালপুর-৩ মির্জা আজম, জামালপুর-৫ রেজাউল করিম হীরা, শেরপুর-১ আতিউর রহমান আতিক, শেরপুর-২ বেগম মতিয়া চৌধুরী, ময়মনসিংহ-১ প্রমোদ মানকিন, ময়মনসিংহ-৭ রেজা আলী, ময়মনসিংহ-৯ মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, কিশোরগঞ্জ-১ সৈয়দ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ-৪ যুবায়ের আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৬ নাজমুল হাসান পাপন, মুন্সিগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন, ঢাকা-৫ ফজলে নূর তাপস, ঢাকা-১১ সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১২ এ কে এম রহমত উল্লাহ, ঢাকা-১১ আসাদুজ্জামান কামাল, ঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদার, গাজীপুর-১ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি, নরসিংদী-৫ রাজিউদ্দিন আহমেদ রাজু, নারায়ণগঞ্জ-১ গাজী গোলাম দস্তগীর, নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আব্দুল্লাহ আল কায়সার, রাজবাড়ী-১ কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ জিল্লুল হাকিম, ফরিদপুর-২ বেগম সাজেদা চৌধুরী, ফরিদপুর-৩ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-৪ কাজী জাফরউল্লাহ, গোপালগঞ্জ-১ ফারুক খান, গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম, গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা, মাদারীপুর-১ লিটন চৌধুরী, মাদারীপুর-২ শাজাহান খান, মাদারীপুর-৩ সৈয়দ আবুল হোসেন, শরীয়তপুর-২ আসনে কর্নেল (অব.) শওকত আলীর মনোনয়ন অনেকটা নিশ্চিত হয়ে থাকলেও ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমকে বিকল্প প্রার্থী হিসেবে তার চিঠিও তৈরি করে রাখা হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। শরীয়তপুর-৩ আসনে মনোনয়ন পেতে পারেন নাহিম রাজ্জাক, সুনামগঞ্জ-২ সুরঞ্জিত সেনগুপ্ত, সুনামগঞ্জ-৫ মুহিবুর রহমান মানিক, সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট-৪ ইমরান আহমেদ, সিলেট-৫ হাফিজ আহমেদ মজুমদার, সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ, মৌলভীবাজার-১ শাহাবউদ্দিন আহমেদ, মৌলভীবাজার-৪ উপাধক্ষ্য আব্দুস শহিদ, হবিগঞ্জ-২ এড. আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৩ আবু জহির, ব্রাহ্মণবাড়িয়া-১ সায়েদুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৩ উবায়দুল মুকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ এড. শাহ আলম, ব্রাহ্মণবাড়িয়া-৬ এবি তাজুল ইসলাম। কুমিল্লা-৫ আব্দুল মতিন খসরু, কুমিল্লা-৭ অধ্যাপক আলী আশরাফ, কুমিল্লা-৮ নাসিমুল আলম চৌধুরী, কুমিল্লা-১১ মুজিবুল হক মুজিব, চাঁদপুর-১ ড. মহীউদ্দীন খান আলমগীর, নোয়াখালী-৪ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৫ ওবায়দুল কাদের, নোয়াখালী-১ শিরীন শারমিন চৌধুরী, চট্টগ্রাম-১ মোশাররফ হোসেন, চট্টগ্রাম-৬ ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-১২ সাইফুজ্জামান চৌধুরী, খাগড়াছড়ি জিতেন্দ্র নাথ ত্রিপুরা, রাঙামাটি দিপঙ্কর তালুকদার, বান্দরবান বীর বাহাদুর।

Leave a Reply