আওয়ামী লীগের সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা
আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থল ও আশপাশের সব রাস্তার মোড়ে বিপুল সংখ্যক পুলিশের অবস্থান দেখা গেছে।
পুলিশের মতিঝিল ডিভিশনের অতিরিক্ত উপ কমিশনার তারেক বিন রশীদ বলেন, সমাবেশ ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সতর্ক থাকবে পুলিশ। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
দুপুর আড়াইটায় আওয়ামী লীগের সমাবেশের কার্যক্রম শুরুর কথা রয়েছে। একই সময়ে রাসেল স্কোয়ারে আরো একটি সমাবেশ করবে দলটি।
দশম সংসদ নির্বাচনের দ্বিতীয় বছর পূর্তিতে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালনে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
এদিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের জন্য নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি।