আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিজেপি সভাপতিকে আমন্ত্রণ
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে অতিথি হিসাবে যোগ দিতে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর সভাপতি অমিত শাহ, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি রাম মাধবসহ সিনিয়র নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন ভারত সফররত বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লীতে বাংলাদেশ হাই কমিশনে স্বাস্থ্য মন্ত্রীর সম্মানে আয়োজিত নৈশভোজ চলাকালে বিজেপির ন্যাশনাল সেক্রেটারি জেনারেল রাম মাধবের সাথে একান্ত বৈঠকে মোহাম্মদ নাসিম এই আমন্ত্রণ জানান।
বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে জোরালো সহযোগিতার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাসিম বলেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বি-পাক্ষিক সহযোগিতা ও সম্পর্কের যে সুসংহত অবস্থান বিরাজ করছে তা উভয় দেশের অগ্রগতির জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।
এদিকে আজ বুধবার সকালে ভারতের স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডার বাসভবনে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর সম্মানে আয়োজিত প্রাতরাশ ভোজসভায় মিলিত হন দুই মন্ত্রী। এ সময় দুই মন্ত্রীর একান্ত বৈঠকে উভয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী ও উন্নয়নমুখী করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশে নির্মাণাধীন ‘শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’-কে ভবিষ্যতে একটি বিশ্বমানের আধুনিক হাসপাতাল হিসাবে প্রতিষ্ঠিত করতে ভারতের স্বাস্থ্যমন্ত্রীর সহায়তা চান মোহাম্মদ নাসিম। ভারতের স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ সৃষ্টিতে ভারতের বিশ্ববিখ্যাত ‘সফদরজং হাসপাতাল’-এ বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ফসল কমিউনিটি ক্লিনিক প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সাফল্যের প্রশংসা করেন জগত প্রকাশ নাড্ডা। ২০১৩ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রসঙ্গ তুলে ধরে নাসিম বলেন, এ ধরনের চুক্তি ও সমঝোতা স্মারকের ফলে বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে বিশেষ গতি এসেছে যা কাজে লাগিয়ে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার কাজটি ত্বরান্বিত করতে চায় বাংলাদেশ।
বৈঠকে মোহাম্মদ নাসিমের আহ্বানে এই মাসের শেষে ঢাকায় ভারত ও বাংলাদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা আয়োজনের সম্মতি দেন জগত প্রকাশ নাড্ডা। তিনি এই সভায় অংশ নেওয়ার জন্য ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল প্রেরণ করবেন বলে এসময় জানান। জুলাই-এ অনুষ্ঠেয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালে ভারতের স্বাস্থ্যমন্ত্রী আগ্রহের সাথে ঢাকায় আসার আশাবাদ ব্যক্ত করেন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ভানু প্রতাপ শর্মা এ সময় উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বুধবার বিকালে নয়াদিল্লীতে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক হোমিওপ্যাথিক কনফারেন্স’-এ যোগদান শেষে ঢাকা ফিরে আসেন। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়সহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ হোমিও চিকিৎসকের প্রতিনিধি দল নিয়ে তিনি ৮ এপ্রিল দিল্লী যান।