আওয়ামী লীগের জরুরী বৈঠক ১৩ অক্টোবর
বিশেষ প্রতিনিধি ॥ ২৪ অক্টোবরপরবর্তী পরিস্থিতি মোকাবেলায় দলীয় কৌশল চূড়ান্ত করতে আগামী ১৩ অক্টোবর দলের সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরাম আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরী বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, দলীয় প্রচার কৌশল নির্ধারণ ছাড়াও ২৫ অক্টোবর থেকে বিরোধী দলের লাগাতার কঠোর আন্দোলনের হুমকি রাজনৈতিকভাবে মোকাবেলায় করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে।
ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারী বাসভবন গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে মহাজোট সম্প্রসারণ, চৌদ্দ দলের বাইরে থাকা মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকেও এক ছাতার নিচে নিয়ে আসার ব্যাপারেও বেশ কিছু নীতিনির্ধারণী সিদ্ধান্ত আসতে পারে। বৈঠকে আগামী নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনাও দেবেন বলে দলটির সূত্রগুলো জানিয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।