আওয়ামী লীগের কাউন্সিলে যাবেন না খালেদা জিয়া ও মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে যাবেন না। বিএনপির অফিস থেকে ও খালেদা জিয়ার কার্যালয় থেকে জানানো হয়েছে, কাউন্সিলের আমন্ত্রণপত্র পাননি তারা।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, বিএনপিকে দাওয়াত দেয়া হয়েছে এমনটি আমার জানা নেই। আমাদের চেয়ারপারসন ও মহাসচিবকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে শুনেছি। সেই দাওয়াতে আওয়ামী লীগের কাউন্সিলে তারা যাবেন এমন কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনাও হয়নি।
তিনি বলেন, আমি যতখানি জানি তারা যাবেন না। ম্যাডাম প্রয়োজন মনে করলে এটা নিয়ে আলোচনাও করতে পারেন নেতাদের সঙ্গে।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, আওয়ামী লীগ এই দাওয়াত না দিতে পারলে দিতো না। আসলে লোক দেখানোর জন্য দাওয়াত দিয়েছে। ম্যাডাম ওই দাওয়াতে যাচ্ছেন না এটা নিশ্চিত। মহাসচিবও যাবেন না বলে জানি। তবে এটা নিয়ে ম্যাডাম চাইলে আলোচনা করতে পারেন। এরপর সিদ্ধান্ত জানাতে পারেন। বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগকে দাওয়াত দেয়া হয়েছিলো তারা কেউ আসেনি। এমনকি এর আগের কাউন্সিলের আওয়ামী লীগ সভানেত্রী বিএনপির কাউন্সিলে প্রতিনিধি পাঠালেও চলতি বছরে অনুষ্ঠিত হওয়া কাউন্সিলে কোনো প্রতিনিধি পাঠাননি। তাই বিএনপি চেয়ারপারসনও কোনো প্রতিনিধি নাও পাঠাতে পারেন।