আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদকের তালিকায় নতুন কিছু নাম
আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদকের তালিকায় যোগ হচ্ছে আরও নতুন কিছু নাম। মঙ্গলবার বিকেল থেকে অনেকেই নতুন করে সহসম্পাদক হওয়ার চিঠি পেয়েছেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের সাময়িক দায়িত্ব পাওয়া কেন্দ্রীয় কমিটির সদস্য ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এ চিঠি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেতাকর্মীরা পেয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেন।
তবে, আওয়ামী লীগ থেকে এ বিষয়ে গণমাধ্যমে কিছু জানানো হয়নি। সহসম্পাদকের তালিকা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এবং ড. আব্দুস সোবহান গোলাপকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোনে সারা দেননি।
বিভিন্ন সূত্র জানায়, এবার সংবাদ সম্মেলন বা গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে সহসম্পাদকদের নাম পাঠানোর সিদ্ধান্ত ছিলো না। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার অনেককে চিঠি পাঠানো হয়। তবে, কতজনকে চিঠি পাঠানো হয়েছে সে বিষয়ে কোনো সূত্রই নিশ্চিত করে বলতে পারেনি। একটি অসমর্থিত সূত্র বলছে, নতুন করে ৩১৮ জনকে চিঠি পাঠানো হয়েছে।
মঙ্গলবার সহসম্পাদক মনোনিত হওয়ার চিঠি প্রাপ্তদের উল্লেখযোগ্যরা হলেন-মাজহারুল ইসলাম মানিক, শাহাদত হোসেন সুজন, জাফরুল শাহরিয়ার জুয়েল, আরিফুল ইসলাম উজ্জল, রাশেদুল মাহমুদ রাসেল, সুজাদুর রহমান সুজাদ, জসীম উদ্দিন ভুইয়া, মনোয়ার হোসেন, মাকসুদুল আলম ডাবলু, মিজানুর রহমান প্রমুখ।