আওয়ামী লীগের অধীনে জাতীয় নির্বাচন চাই না : বিএনপি

26/09/2016 10:05 amViews: 6
আওয়ামী লীগের অধীনে জাতীয় নির্বাচন চাই না : বিএনপি
 
আওয়ামী লীগের অধীনে জাতীয় নির্বাচন চাই না : বিএনপি

ফাইল ছবি
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগের অধীনে মধ্যবর্তী নির্বাচনই শুধু নয় বরং জাতীয় নির্বাচনও চাই না। আমরা নির্বাচন নিয়ে সংলাপ চেয়েছি। গণতন্ত্র মানে আলোচনা, গণতন্ত্র মানে সংলাপ, গণতন্ত্র মানে আপোষ। আমরা একটা নির্বাচন চাই, আমরা ভোট দিতে চাই, সেই পরিবেশটা চাই। তত্ত্বাবধায়ক সরকারের নাম নিয়ে যদি আপত্তি থাকে, আমাদের কোনো অসুবিধা নাই, অন্য কোনো নামে হতে পারে। এটা সরকার, বিরোধী দল, পেশাজীবী, সাংবাদিক নানা পেশার মানুষকে মিলে উদ্যোগ নিলে একটা কিছু হতে পারে। তড়িঘড়ি করে নির্বাচন করার পরিস্থিতি থেকে আমরা বেরুতে চাই।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার দলীয় ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি নয়, বরং জনগণের দ্বারা নির্বাচিত সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের পর একটি নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে সবার নিকট গ্রহণযোগ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি।
‘দেশে রাজনৈতিক পরিবেশ ভাল, বিরোধীদল মিটিং মিছিল এবং র‌্যালি ও সমাবেশ করার সুযোগ পাচ্ছে’- ভয়েস অব আমেরিকাকে প্রধানমন্ত্রীর দেওয়া সাক্ষাতকারের সমালোচনা করেন তিনি।
দুদু বলেন, ‘ভয়েস অব আমেরিকা হলো একটি আন্তর্জাতিক গণমাধ্যম। তারা জেনে বুঝেই বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করেছেন। দেশে যদি বিরোধীদলের রাজনৈতিক পরিবেশ ও গণতান্ত্রিক স্পেস থাকতো তাহলে তারা এ ধরনের প্রশ্ন করতো না।
দুদু বলেন, বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি একেবারেই নাই। সভা-সমাবেশ-মিছিল-এটা একেবারেই আমরা করতে পারি না। কখনো কখনো এটা একেবারে সীমাবদ্ধ সময়ের মধ্যে করা যায়। বাইরে তো সমাবেশ করার কোনো সুযোগ নেই। একটা ঘরের মধ্যে, একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে এটা চব্বিশ ঘণ্টা, কোনো কোনো ক্ষেত্রে ১২ ঘণ্টা আগে আমরা অনুমতি পাই।
রামপাল কয়লাভিত্তিক বিদ্যূৎ প্রকল্প বাতিলের দাবি জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, সুন্দরবনের পাশে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করার জন্য বাংলাদেশের কাছে সুপারিশ করেছে জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান ইউনেসকো। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে তাতে সুন্দরবনের অপূরণীয় ক্ষতি হবে উল্লেখ করে প্রকল্পটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে। কিন্তু সম্পূর্ণ গায়ের জোরে এবং জনস্বার্থ ও সুন্দরবনের ঝুঁকিকে পাত্তা না দিয়ে রামপাল কয়লাভিত্তিক বিদু্যৎ প্রকল্প নির্মাণে সরকারের অনড় অবস্থান গোটা জাতিকে হতবাক ও বিস্মিত করেছে।
তিনি বলেন, ইউনেসকো বলছে-তাদের কাছে যতটুকু তথ্য ও প্রতিবেদন এসেছে তার ভিত্তিতেই তারা নিশ্চিত যে, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কারণে সুন্দরবনের ওপর ক্ষতিকর প্রভাব পড়বে।
বিএনপির পক্ষ থেকে সুন্দরবন রক্ষার্থে এবং রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনে সরকারের ‘একগুঁয়েমি মনোভাবের’ বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Leave a Reply