‘আওয়ামী লীগকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুই বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সামনে আওয়ামী লীগকে নির্বাচনের মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
শুক্রবার সড়ক পথে ঢাকা থেকে নোয়াখালীতে নিজের নির্বাচনী এলাকায় যাওয়ার পথে কুমিল্লায় পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নেত্রীর ম্যাসেজ হলো দল করতে হলে দলের ভেতর নিয়ম কানুন মেনে চলতে হবে। যারা চলবেন না তাদের দলে থাকার কোন অধিকার নেই। দলকে ঐক্যবদ্ধ করার জন্য গ্রামে গ্রামে যান, উঠান বৈঠক করুন।
ওবায়দুল কাদেরকে দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, চান্দিনা, কালাকচুয়া, সৈয়দপুর, আলেখারচর, কোটবাড়ী, পদুয়ার বাজার বিশ্ব রোড, চৌদ্দগ্রামের মিয়ার বাজারসহ কয়েকটি পয়েন্টে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শুভেচ্ছা জানান।
এ সময় এমপি হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার, কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক মো. ওমর ফারুক, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।