আওয়ামী লীগ এখন এলোমেলো লীগে পরিণত হয়েছে : ড. মোশাররফ
সরকারের মাথা ঠিক নেই বলে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ এখন এলোমেলো লীগে পরিণত হয়েছে।শুক্রবার (১৬ জুন) ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রা-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। মোশাররফ বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ গণতন্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই আমরা বিজয়ী হবো। আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দল ও জনগণ রয়েছে, যারা যুগপৎ আন্দোলন করছেন।’
‘আওয়ামী লীগ সরকারের অধীনে অতীতে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। নির্বাচনের নামে তারা ভোট চুরি-ডাকাতি করেছেন। এখন তারা বিদেশীদের খুশি করতে সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন। দেশের জনগণ ও বিশ্ববাসী জানে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই শেখ হাসিনার অধীনে নির্বাচনের প্রশ্নই ওঠে না’ যোগ করেন খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের জন্য এ সরকারকে হটাতে হবে। তবে এ সরকার আপসে যাবে না। তাদের হটাতে গণঅভ্যুত্থানের দরকার।’ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মো: আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। কর্মসূচিতে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।