আইসিসি থেকে শ্রীনিবাসন বাদ : নতুন চেয়ারম্যান শশাঙ্ক
আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)-এর চেয়ারম্যান পদ থেকে অপসারিত হয়েছেন নানা আলোচিত সমালোচিত নারায়ণস্বামী শ্রীনিবাসন। নতুন চেয়ারম্যান হয়েছেন আরেক ভারতীয় শশাঙ্ক মনোহর। সোমবার মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতীয় বোর্ডের ওই বৈঠকে শ্রীনিবাসন ছিলেন না। তাকে ডাকাও হয়নি। তামিলনাড়ুর ক্রিকেট সংস্থার প্রতিনিধি হয়ে আসার একটা সম্ভাবনা ছিল শ্রীনির। কিন্তু এস রামন সেই প্রতিনিধিত্ব করেন।
শশাঙ্ক আগামী জুন পর্যন্ত সংস্থাটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ২০০৮ সালে তিনি বিসিসিআই (ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড) সভাপতি হয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালে আইপিএল চলাকালে জুয়াকাণ্ডে জামাতা গুরুনাথ মাইয়্যাপান জড়িত থাকার বিষয়টি প্রকাশের পর বিসিসিআইর সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন শ্রী নিবাসন। এরপর আবার অন্তর্বর্তী সভাপতি হয়েছিলেন মনোহর।
বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের সেই বিতর্কিত ম্যাচের পর থেকে শ্রীনি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে খলনায়ক হিসেবে চিহ্নিত হন। পরে আইপিএলে ফিক্সিং সংক্রান্ত কেলেঙ্কারি, দল কেনায় অনিয়ম, বোর্ডের প্রশাসনিক কাজে স্বেচ্ছাচারিতায় সমালোচনা ধেয়ে আসে তামিল নাড়ুর এই ক্রিকেট সংগঠকের দিকে।