আইসিসি ছাড়ছেন শ্রীনিবাসন!
আইসিসি ছাড়ছেন শ্রীনিবাসন!
কিছুদিন থেকেই কোন কুল কিনারা পাচ্ছিলেন না নারায়নস্বামী শ্রীনিবাসন। ভারতীয় ক্রিকেটে তার ক্ষমতার জগত ক্রমেই ছোট হয়ে আসছে। গত কিছুদিনের ঘটনায় এটাই স্পষ্ট যে তার ক্ষমতা আর বেশি দিন থাকবেনা।
শ্রীনিবাসনের বিরোধী পক্ষ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। সম্প্রতি তারা তাদের শক্তির নমুনাও দেখিয়েছেন। বোর্ডের কার্যনির্বাহী সভায় যেন শ্রীনি না থাকতে পারেন, এ কারণে তিনি ঢোকা মাত্রই সভা বাতিল করে দেওয়া হয়েছে। এত গুরুত্বপূর্ণ একটা বৈঠক এক মিনিটও হয়নি বলে ভারতীয় সংবাদমাধ্যমের জানিয়েছে। শুক্রবারের এই সভায় যেন শ্রীনিবাসন থাকতে না পারেন সেজন্য আগে থেকেই আদালতের অনুমতি নেওয়া ছিলো।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবেই আইসিসি চেয়ারম্যানের পদে আছেন তিনি। গত বছর থেকে চালু হওয়া আইসিসির নতুন গঠনতন্ত্র অনুযায়ী, ২০১৪ সালের জুন থেকে দুই বছরের মেয়াদে আইসিসির চেয়ারম্যান হয়েছে ভারতের প্রতিনিধি। পদটিতে শ্রীনিবাসন নির্বাচিত নন। পদটি মূলত ভারতীয় বোর্ডের। এই পদের প্রতিনিধি হিসেবে সেখানে কে থাকবেন সেটিও নির্ধারণ করবে ভারতীয় বোর্ডই। ভারতীয় বোর্ড চাইলে এ দুই বছর মেয়াদ চলার সময়ই শ্রীনিবাসনকে সরিয়ে অন্য কাউকে বসাতে পারে। সে ক্ষেত্রে তার কিছুই করার থাকবে না।