আইভরিকোস্ট ও বুরকিনার জয়

13/10/2013 9:03 pmViews: 14

drogba4420ক্রীড়া ডেস্ক : ব্রাজিল বিশ্বকাপের পথে আরেক ধাপ এগিয়েছে আইভরিকোস্ট ও বুরকিনো ফাসো। আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বের প্লে অফের প্রথম লেগে পরশু জয় পেয়েছে দুই দলই। সেনেগালকে ৩-১ গোলে পরাজিত করেছে আফ্রিকান হাতি বলে পরিচিত আইভরিকোস্ট। আর আলজেরিয়ার বিরুদ্ধে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে বুরকিনা ফাসো।

ঘরের মাঠে সেনেগালের বিরুদ্ধে বেশ আত্মবিশ্বাসী ছিল আইভরিকোস্ট। অন্যদিকে সফরকারী সেনেগাল ভাঙ্গতে পারেনি আইভরিকোস্টের রক্ষণ দেয়াল। তবে সেনেগালের ডিফেন্স ঠিকই উড়িয়ে দিয়েছে দিদিয়ের দ্রগবারা। ম্যাচ শুরুর পাঁচ মিনিটেই আইভরিকোস্টকে লিড এনে দেন গালাতাসারের তারকা স্ট্রাইকার দ্রগবা। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। ১৪ মিনিটে ২-০ তে লিড নেয় স্বাগতিক শিবির। তবে এই গোলটি ছিল প্রতিপক্ষের উপহার। বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে সেনেগালের ল্যামিন সানে নিজেদের জালে বল ঢুকিয়ে দেন। ২-০ তে লিড নিয়েই শেষ পর্যন্ত প্রথমার্ধের বিরতিতে যায় আইভরিকোস্ট। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে সেনেগালের রক্ষণে আবারও হামলা দেয় আইভরিকোস্ট। এবার সলোমন কালাউ। ৫০ মিনিটে তার করা গোলে দল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এরপর লড়াইটা হযেছে বেশ কঠিন। রক্ষণ সামলানের পাশাপাশি আইভরিকোস্টের সীমানায় বেশকবার আক্রমণ করেছে সেনেগাল। তবে গোল যেন আর হচ্ছিলই না। নির্ধারিত ৯০ মিনিট থাকে একই ব্যবধান (৩-০)। তবে অতিরিক্ত সময়ের শেষ মুহুর্তে সেনেগালের হয়ে একটি গোল পরিশোধ করেন পাপিস সিসে। শেষ পর্যন্ত দারুন এক জয় নিয়ে মাঠ ছাড়ে আইভরিকোস্ট। আগামী ১৬ নভেম্বর ফিরতি লেগে সেনেগালের মাঠে খেলবে আইভরিকোস্ট। এই ম্যাচ কোনমতে হার এড়াতে পারলেই ব্রাজিল বিশ্বকাপের টিকিট পাবে আইভরিকোস্ট। তবে ঘরের মাঠে সেনেগালের জন্যও থাকছে সুযোগ। ২-০ গোলে জিতলেই আইভরিকোস্টকে পেছনে ফেলে বিশ্বকাপের মুল পর্বে যাবে সেনেগাল।

অন্যদিকে প্লে অফের প্রথম লেগে হাসিমুখ নিয়েই মাঠ ছেড়েছে বুরকিনা ফাসো। আলজেরিয়ার বিরুদ্ধে ৩-২ গোলের কষ্টার্জিত জয় ব্রাজিল বিশ্বকাপের হাতছানি দিচ্ছে তাদের সামনে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বুরকিনাকে লিড এনে দেন জোনাথন পিত্রোপা। তবে দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটেই আলজেরিয়ার হয়ে ম্যাচে সমতা আনেন সোফিয়ানে ফেঘুলো (১-১)। জমে উঠা ম্যাচের ৬৫ মিনিটে বুরকিনাকে ২-১ এ লিড এনে দেন কোনে। তবে এই লিড বেশীক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৬৯ মিনিটে আলজেরিয়ার হয়ে ম্যাচে সমতা আনেন কার্ল মেডজানি (২-২)। শেষ ভাগ্যটা ভালো স্বাগতিক বুরকিনার। ৮৬ মিনিটে পেনাল্টি পেয়ে যায় তারা। স্পট কিকে দক্ষতার সঙ্গে লক্ষ্যভেদ করেন অ্যারিসটিড বাঞ্চে। ৩-২ গোলের রোমাঞ্চকর এক জয় নিয়ে মাঠ ছাড়ে বুরকিনো। আগামী ১৯ নভেম্বর প্লে অফের ফিরতি লেগে আলজেরিয়ার মাঠে খেলবে বুরকিনা। এই ম্যাচে ড্র করলেই ব্রাজিল বিশ্বকাপের টিকিট পাবে বুরকিনা। গত রাতে দুই প্লে অফের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইথোপিয়া-নাইজেরিয়া ও তিউনিশিয়া-ক্যামেরুন। আগামীকাল অপর প্লে অফে মুখোমুখি হবে ঘানা ও মিশর। পাঁচটি প্লে অফে জয়ী পাচ দল টিকিট পাবে ব্রাজিল বিশ্বকাপের।

Leave a Reply