আইপিএলে সেরা উদীয়মান খেলোয়াড় মুস্তাফিজ

30/05/2016 1:30 pmViews: 4
আইপিএলে সেরা উদীয়মান খেলোয়াড় মুস্তাফিজ
 
আইপিএলে সেরা উদীয়মান খেলোয়াড় মুস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)-এ অভিষেক করেই বেশ প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের তরুণ খেলোয়াড় মুস্তাফিজুর রহমান। শুধু তাই নয় চলতি বছরে আইপিএলের সেরা উদীয়ান খেলোয়াড়ে তকমাও জিতেছেন মুস্তাফিজ। এছাড়াও রবিবার তার সানরাইজার্স হায়দ্রাবাদ দল শিরোপা জিতেছে।
আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে ভোটাভুটিতে ৮৩.২ শতাংশ ভোট পেয়েছেন মুস্তাফিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেঙ্গালুরুর লোকেশ রাহুল পেয়েছেন মাত্র ৬.৫ শতাংশ ভোট।
টুনার্মেন্টে ১৬ ম্যাচে ৬১ ওভার খেলে ১৭টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। যৌথভাবে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৯০।
ফাইনালে ম্যাচসেরা হয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের বেন কাটিং। ১৫ বলে ৩৯ রান  ও দুইটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি।
সর্বোচ্চ স্কোর বরেছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের বিরাট কোহলি। ১৬টি ইনিংস খেলে মোট ৯৭৩টি রান করেছেন তিনি। টুর্নামেন্টে চারটি শতক ও সাতটি অর্ধশতক করেছেন কোহলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ খোলোয়াড়ের তকমাও জিতেছেন তিনি।
সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের ভুবনেশ্বর কুমার ১৭ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুভেন্দ্র চাহাল ১৩ ম্যাচ খেলে ২১ উইকেট নিয়েছেন।  খবর: জিনিউজ।

Leave a Reply