আইপিএলের ফাইনালে মুম্বই-চেন্নাই

23/05/2015 3:59 pmViews: 6

আইপিএলের ফাইনালে মুম্বই-চেন্নাই

 

ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) অষ্টম আসরে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলই শেষ পর্যন্ত এবার ফাইনালে উঠলো। আগামীকাল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস। গ্রুপ পর্ব শেষে এই দু’টি দলই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। ফাইনালে ওঠার লড়াইয়ে চেন্নাইকে হারিয়েই ফাইনালের টিকিট কাটে মুম্বই। আর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারানো রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে ফের চেন্নাই মুখোমুখি হয়। শ্বাসরুদ্ধকর ওই ম্যাচটি মাত্র ১ বল হাতে রেখে ৩ উইকেটে জিতে ফাইনালের টিকিট কেটেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। আইপিএল-এ সবচেয়ে সফল দল চেন্নাইয়ের এটি ষষ্ঠ ফাইনাল। রাঁচিতে গতকাল টসে হেরে প্রথমে ব্যাটে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সংগ্রহ করে ৮ উইকেটে ১৩৯ রান। ৪৩ বলে সর্বোচ্চ ৪১ রান আসে ক্রিস গেইলের ব্যাট থেকে। চেন্নাইয়ের হয়ে ২৮ রানে তিন উইকেট নেন আশিষ নেহরা। জবাবে মাত্র এক বল হাতে রেখে জয় নিশ্চিত করে চেন্নাই। ২ ছক্কা ও ৩ চারে ৪৬ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মাইক হাসি।

Leave a Reply