আইনের শাসন প্রতিষ্ঠা না হলে অপরাধ ও দুর্নীতি কমবে না : জিএম কাদের

16/07/2020 8:13 pmViews: 2

আইনের শাসন প্রতিষ্ঠা না হলে অপরাধ ও দুর্নীতি কমবে না : জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, করোনার নামে যারা ভূয়া টেষ্ট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সেই সব দুর্নীতিবাজদের উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। আজ দুপুরে বনানী কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ আয়োজিত হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খাঁন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি বক্তব্য রাখেন।

জি এম কাদের আরো বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না হলে অপরাধ ও দুর্নীতি কমবে না। একটি উচ্চ পর্যায়ের পরামর্শক কমিটি গঠন করে সরকারকে দেশের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজদের উপযুক্ত শাস্তি দিতে হবে।

কোরবানীর পশুর চামড়া বিক্রি প্রসঙ্গে তিনি বলেন, ব্যবসায়ীরা যৌক্তিক মূল্যে চামড়া ক্রয় করে না। অন্যদিকে, কাঁচা চামড়া বেশি দিন সংরক্ষণ করা যায়না। রফতানীর অনুমতি না থাকায় তাই সবাই স্বল্প মূল্যে কাঁচা চামড়া বিক্রি করতে বাধ্য হয়।

তিনি বলেন, কোরবানীর চামড়ায় এতিমদের হক রয়েছে। এতে এতিমরা প্রকৃত মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হয়। বাসস

Leave a Reply