আইনি লড়াই চালিয়ে যাবো

04/04/2017 10:55 amViews: 6

আইনি লড়াই চালিয়ে যাবো

 

দায়িত্ব গ্রহণের ১০ মিনিটের মাথায় ফের বরখাস্ত হন রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল
। এ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এমনটা ঘটেছে। এ ব্যাপারে রিট করবো। আমি মনে করি মন্ত্রণালয় যে আদেশ দিয়েছে তাতে মহামান্য সুপ্রিম কোর্টকে অবমাননা করা হয়েছে। আদালতের প্রতি আস্থা রয়েছে। বিশ্বাস করি রিট পিটিশন দায়ের করলে এই আদেশ স্থগিত হয়ে যাবে এবং কিছু নির্দেশনাও পাবো।
বুলবুল বলেন, আওয়ামী লীগ কুসিক নির্বাচনে যথাসাধ্য চেষ্টা করেছিল ভোট ইঞ্জিনিয়ারিং করার। কিন্তু জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের হতাশ করেছে, হতাশাগ্রস্ত করেছে। আওয়ামী লীগ বিভিন্ন ভোটকেন্দ্রে জাল ভোট দিয়েছে, আমাদের এজেন্টদের অস্ত্রের মুখে বের করে দেয়া হয়েছে। যেখানে আরো বিশাল ভোটের ব্যবধানে তাদের পরাজিত করতে পারতাম। কিন্তু আমাদের নেতাকর্মীদের মাঠে নামতে দেয়া হয় নি।
নির্বাচিত হয়েও গত দুটি বছর কোনো দায়িত্ব পালন করতে পারিনি। জেলে কাটিয়েছি। নির্যাতনের শিকার হয়েছি। আমার পরিবারও নির্যাতনের শিকার হয়েছে। রাজশাহীর মানুষ তা দেখেছেন। তারা অত্যন্ত সহনশীল, সংবেদনশীল। তারা ভালোমন্দ বুঝেন। আর সামনে মাত্র ১৪ মাস সময় হাতে আছে। আশাকরি আদালতের আদেশ নিয়ে আবারও দায়িত্ব নিতে পারবো। আর এ সময়ের মধ্যে জনগণকে সম্পৃক্ত করে তাদের প্রত্যাশা দাবি-দাওয়া আংশিক হলেও পূরণ করতে সক্ষম হবো।

Leave a Reply