আইটিইউ পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চলতি বছরের আইসিটির টেকসই উন্নয়ন পুরস্কারের জন্য মনোনীত করেছে।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে একথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর নিউইর্য়কে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এই পুরস্কার গ্রহণ করা সম্পর্কিত এক অনুরোধপত্র তার হাতে তুলে দেন প্রতিমন্ত্রী।
আইটিইউ সেক্রেটারি জেনারেল বলেন, টেকসই উন্নয়নের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে বলে আশা করা হচ্ছে।