আইএসের ‘যুদ্ধমন্ত্রী’ ওমর শিশানি মারা গেছেন: পেন্টাগন

15/03/2016 10:31 amViews: 9
আইএসের ‘যুদ্ধমন্ত্রী’ ওমর শিশানি মারা গেছেন: পেন্টাগন
 
আইএসের ‘যুদ্ধমন্ত্রী’ ওমর শিশানি মারা গেছেন: পেন্টাগন
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষস্থানীয় কমান্ডার ওমর শিশানি মারা গেছেন বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দফতরের কর্মকর্তারা বলছেন, সম্প্রতি সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বিমান হামলায় আহত হয়ে মারা গেছেন শিশানি।
গত ৪ মার্চ ওই বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট। এতে শিশানি নিহত হয়ে থাকতে পারেন বলে আভাস দেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা। তখন পর্যন্ত মার্কিন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। এখন পেন্টাগনের এক মুখপাত্র বিবিসিকে নিশ্চিত করে বলেছেন, তাদের সবশেষ পর্যালোচনা অনুযায়ী শিশানি মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত শীর্ষ জঙ্গির একজন ওমর। তিনি আবু ওমর আল-শিশানি বা ওমর দ্য চেচেন নামেও পরিচিত।

Leave a Reply