আইএসকে ধ্বংস করবে ফ্রান্স: ওঁলাদ
আইএসকে ধ্বংস করবে ফ্রান্স বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। একইসঙ্গে প্যরিসে জঙ্গি হামলার পর ‘ফ্রান্স যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে’ বলে পার্লামেন্টের দুই কক্ষের যৌথ এক বিরল অধিবেশনের ভাষণে জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ফ্রান্স কেবল ইসলামিক স্টেটকে (আইএস) দমনই করবে না বরং এ গোষ্ঠীকে ধ্বংস করে দেবে।
ভাষণে তিনি বলেন, হামলার পর জারি করা জরুরি অবস্থা তিনমাস বাড়ানোর জন্য তিনি একটি বিল উত্থাপন করবেন।
প্যারিসের কয়েকটি বার, রেস্তোরা, একটি কনসার্ট হলে এবং জাতীয় স্টেডিয়াম স্তাদে দে ফ্রঁসে শুক্রবার রাতে চালানো হামলায় ১২৯ জন নিহতের ঘটনার দায় স্বীকার করেছে আইএস।
জঙ্গিরা আগামী দিনগুলোতে আবারও আঘাত হানতে পারে বলে এরই মধ্যে সতর্ক করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। এ হামলা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে বলেন তিনি।
এদিকে প্রেসিডেন্ট ওলাঁদ আইএস এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা করতে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন।