আইইবি’র নির্বাচনে “সেন্ট্রাল কাউন্সিল মেম্বার” প্রার্থী মানবিক প্রকৌশলী লিমন,

31/01/2023 10:48 pmViews: 2

মোঃইসমত দ্দোহা, স্টাফ রিপোর্টার, ঢাকা :
ইন্জ্ঞিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর আসন্ন দ্বি – বার্ষিক (২০২৩-২০২৪) নির্বাচনে “সেন্ট্রাল কাউন্সিল মেম্বার ” পদে নির্বাচন করছেন মানবিক ইঞ্জিনিয়ার মোঃ আবু সুফিয়ান মাহবুব (লিমন), ব্যালট নং – ১২৭, আগামী ০৯ ফেব্রুয়ারি ২০২৩ দিনব্যাপী চলবে ভোট গ্রহণ। তিনি আইইবি ‘র একজন আজীবন সদস্য – এম /২৬৬০৭, বর্তমানে তিনি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মানবিক ইঞ্জিনিয়ার মোঃ আবু সুফিয়ান মাহবুব (লিমন) ৩১ তম বিসিএস পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়ে ২০১৩ সালে বিসিএস (গণপূর্ত) ক্যাডারে সরকারী চাকুরিতে যোগদান করেন। বর্তমানে তিনি নির্বাহী প্রকৌশলী, গনপূর্ত ই/এম বিভাগ-৫ সেগুনবাগিচা, ঢাকায় কর্মরত আছেন।

ইতিপূর্বে তিনি (আইইবি) বরিশাল কেন্দ্রের (২০১৬ -২০১৭ ) মেয়াদের সম্মানী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর আইইবি ‘র (২০১৮-২০১৯ )মেয়াদে ঢাকা কেন্দ্রের কাউন্সিল মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আইইবি ‘র চলতি মেয়াদেও বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে যাচ্ছেন।

মিডিয়ার সাথে আলাপকালে মানবিক এই প্রকৌশলী বলেন, আমি সরকারী দায়িত্বের পাশাপাশি ব্যক্তিগত ভাবেও চেষ্টা করি আমার সহকর্মীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার। সাংগঠনিক সহযোগিতার পাশাপাশি নিজেও প্রফেশনালী সমস্যাগ্রস্ত যেকোনো সহকর্মী’র বিপদে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি নিয়মিত। নিজের বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি বন্ধু মহলের মাঝেও বিপদে পাশে থাকার চেষ্টা করি সবসময়। আশাকরি আগামী ৯ ই ফেব্রুয়ারি আইইবি নির্বাচনে ভোটারগণ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

১৯৮৫ সালের ১৩ ই এপ্রিল খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি।তার পিতার নাম মো: আবদুস শুকুর ও মাতার নাম তাহেরা খাতুন। ২০০১ সালে এসএসসি, ২০০৩ সালে এইচএসসি পরবর্তীতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে ” ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পাশ করেন।

পারিবারিক জীবনে স্ত্রীসহ এক পুএ ও এক কন্যা সন্তান নিয়ে ঢাকায় বসবাস করছেন।

উল্লেখ্য “উন্নত জগত গঠন করুন ” স্লোগান নিয়ে ১৯৪৮প্রতিষ্ঠিত হয় ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন বাংলাদেশ।

Leave a Reply