অস্বাভাবিক দর বৃদ্ধির তথ্য নেই দুই কোম্পানির

24/09/2013 7:45 pmViews: 9

Logo-sm20130924045735স্টাফ রিপোর্টার: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কোন মূল্য সংবেদনশীল তথ্য দিতে পারেনি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড ও হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিল কোম্পানি কর্তৃপক্ষ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি এ দুই কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। দাম বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই থেকে চিঠি পাঠানো হলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের শেয়ার দর বৃদ্ধির পেছনো কোন মূল্য সংবেদনশীল কারণ নেই।

অন্যদিকে, গত ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)নোটিশের জবাবে একই কথা জানিয়েছিল ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক কোম্পানি কর্তৃপক্ষ।

ইনফরমেশন সার্ভিসেস: জানা যায়, গত ২৫ আগস্ট এ কোম্পানির শেয়ার মূল্য ছিল মাত্র ১৩ টাকা। এরপর থেকে শেয়ারমূল্য ওঠানামা করতে থাকে। তবে গত ১২ সেপ্টেম্বরের পর থেকে এ কোম্পানির শেয়ার মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে থাকে। সর্বশেষ ২৪ সেপ্টেম্বর এ কোম্পানির শেয়ার ২৭ টাকায় লেনদেন হয়েছে। সুতরাং একমাসে ব্যবধানে এ কোম্পানির শেয়ারে মূল্য বেড়েছে ১৪ টাকা।

হাক্কানী পেপার: জানা যায়, গত ২৫ আগস্ট এ কোম্পানির শেয়ার মূল্য ছিল মাত্র ১৮ টাকা। এরপর থেকে শেয়ারমূল্য একটানা বাড়তে থাকে। তবে গত ১২ সেপ্টেম্বর এ কোম্পানির শেয়ার মূল্য বেড়ে ৩৫ টাকায় লেনদেন হয়।এরপর থেকে শেয়ারদর আবারও অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে থাকে। সর্বশেষ ২৪ সেপ্টেম্বর এ কোম্পানির শেয়ার ৪৮ টাকায় লেনদেন হয়েছে।সুতরাং একমাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারে মূল্য বেড়েছে ৩০ টাকা।

উল্লেখ্য, চলতি সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে(সিএসই) লিগাসি ফুটওয়্যার, সোনারগাঁও টেক্সটাইল এবং বিডি ল্যাম্বস এবং রহিমা ফুড জানিয়েছে তাদের শেয়ার দর বৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।

আর গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) মোট ১৭টি কোম্পানি ডিএসইর নোটিশের জবাবে জানিয়েছিল তাদের শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।

প্রতিষ্ঠানগুলো হলো: রহিম টেক্সটাইল, স্টাইল ক্রাফট, সিভিও পেট্রোকেমিক্যালস, জেএমআই সিরিঞ্জ, দেশ গার্মেন্টস, সোনারগাঁও টেক্সটাইল, মডার্ন ডাইং, দুলা মিয়া কটন, রহিমা ফুড, সাফকো স্পিনিং, মুন্নু জুট স্টাফলার্স, লিবরা ইনফিউশন, আনোয়ার গ্যালভানাইজিং, লিগাসি ফুটওয়ার, বিডি অটোকারস, এএমসিএল(প্রাণ) এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন(বিএসসি)।

Leave a Reply