অস্ত্রোপচারের আগে মুস্তাফিজকে প্রধানমন্ত্রীর ফোন
অস্ত্রোপচারের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভকামনা পেলেন বাংলাদেশ দলের তরুণ ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। প্রধানমন্ত্রী তাকে ফোন করেছিলেন। লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার শুরু হওয়ার কথা স্থানীয় সময় দুপুর দুইটায় (বাংলাদেশ সময় সন্ধা সাতটা)।
হাসপাতালে মুস্তাফিজের পাশে আছেন বিসিবি প্রধান নাজমুল হাসান ও বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী। হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের বিসিবি প্রধান জানান, তার ফোনে কল করে মুস্তাফিজের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী, দিয়েছেন সাহস। খবর বিডিনিউজের।
ইত্তেফাক/এএম।