অস্ত্রবিরতির মধ্যে সিরিয়ায় আরো ত্রাণ দেবে জাতিসংঘ

29/02/2016 11:54 amViews: 7
অস্ত্রবিরতির মধ্যে সিরিয়ায় আরো ত্রাণ দেবে জাতিসংঘ
 
অস্ত্রবিরতির মধ্যে সিরিয়ায় আরো ত্রাণ দেবে জাতিসংঘ
সিরিয়ায় অস্ত্রবিরতি চলার সময়ে পরবর্তী পাঁচদিনে অবরুদ্ধ এলাকায় ১ লক্ষ ৫০ হাজার মানুষকে ত্রান পৌছানোর পরিকল্পনা করছে জাতিসংঘ। মার্চের শেষের মধ্যে ১ কোটি ৭০ লক্ষ মানুষের কাছে সাহায্য পৌছাতে চায় সংস্থাটি।
শনিবার থেকে অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হয়েছে যদিও দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ করেছে। তবে সিরীয় বিদ্রোহীদের একটি গুরুত্বপুর্ণ জোট জানিয়েছে পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। সিরিয়ার জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক সমন্বয়কারী ইয়াকুব এল হিল্লো এই অস্ত্রবিরতিকে গত পাঁচ বছর ধরে চলা যুদ্ধের পরে শান্তি ও স্থিতিশীলতায় ফেরার সেরা সুযোগ। জাতিসংঘ অবরুদ্ধ মাদায়া এলাকায় ত্রাণ সাহায্য পৌছানোর পরিকল্পনা করছে। অবরুদ্ধ এই শহরের মানুষ না খেয়ে মারা যাচ্ছে বলে শোনা যাচ্ছে।
গত সপ্তাহে ইসলামিক স্টেটের কাছে অবরুদ্ধ দেইর আল জোর শহরে বিমানের মাধ্যমে ত্রাণ পৌছানোর পরিকল্পনা ব্যর্থ হয় কারণ বেশির ভাগ ত্রাণসামগ্রী হয় সরিয়ে নেয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে অথবা জনমানবহীন এলাকায় পড়েছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী পাঁচলক্ষ সিরীয় অবরুদ্ধ এলাকায় বসবাস করছে। বিবিসি।

Leave a Reply