অস্ট্রেলিয়ান কিশোরকে টেনে নিলো কুমির.

27/01/2014 8:46 pmViews: 7

 

 

 

komir12অস্ট্রেলিয়ার নর্দান টেরিটোরিতে ১২ বছরের একটি ছেলেকে কামড়ে ধরে টেনে নিয়েছে লোনাপানির একটি কুমির। প্রাথমিকভাবে ওই কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি। কাকাডু ন্যাশনাল পার্কের মাডগিনবেরি বিলাবংয়ের জলাশয়ে দুপুরের দিকে কয়েক বন্ধুর সঙ্গে সাঁতার কাটছিল ছেলেটি। ১২ বছরের অপর এক কিশোরের শরীরেও কামড় বসায় কুমিরটি। ওই কিশোরের হাতে কুমিরটি কামড়ে ধরার পর প্রাণপন লড়াই করে মুক্ত হয় দ্বিতীয় ছেলেটি। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে আহত কিশোরকে। ওই এলাকার ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাইকেল হোয়াইট এ তথ্য দেন। এদিকে নিখোঁজ ১২ বছরের কিশোরকে উদ্ধারে জল-স্থল ও আকাশ তিন পথেই চলছে উদ্ধার অভিযান। কিন্তু, তাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ওই জলাশয়ে ৩ মিটার বা ১০ ফুটের বড় কোন কুমির দেখামাত্রই সেটিকে গুলি করে মেরে ফেলার নির্দেশ দেয়া হয়েছে উদ্ধারকারী দলের সদস্যদের প্রতি। এরই মধ্যে দুটি কুমিরকে মেরে ফেলে পেট কাটার পরও ১২ বছরের ছেলেটির দেহাবশেষ পাওয়া যায়নি। এর মধ্যে একটি কুমিরের দৈর্ঘ্য ৪ দশমিক ৩ ও অপর কুমিরটির দৈর্ঘ্য ৪ দশমিক ৭ মিটার। আহত ছেলেটির কামড়ের দাগ থেকে কুমিরটির দৈর্ঘ্য অনুমানের চেষ্টা চলছে। সাধারণভাবে, লোনাপানির কুমির ৭ মিটার পর্যন্ত দীর্ঘ ও ১ টনেরও বেশি ওজনের হতে পারে। নিখোঁজ কিশোরটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply