অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের শপথ
অস্ট্রেলিয়ার ২৯তম প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন ম্যালকম টার্নবুল।
সোমবারের ভোটাভুটিতে অ্যাবটকে হারিয়ে দলের প্রধানের পদ পেয়েছেন ম্যালকম। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ম্যালকম। গভর্নমেন্ট হাউসে শপথ নিয়েছেন তিনি।
ম্যালকম বলেন, এটা তার জীবনের সবচেয়ে আনন্দের সময়। পরে তার মন্ত্রিসভা ঘোষণা করা হবে।
সোমবার ভোটাভুটিতে ম্যালকম পান ৫৪ ভোট। অ্যাবট পান ৪৪ ভোট।
দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টির প্রধানের পদ হারানোয় প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন টনি অ্যাবট। নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় পরাজয়ের পর আজ সকালে অ্যাবট প্রতিক্রিয়া জানান, এটা মেনে নেয়া খুব কঠিন। তারপরও খেলায়তো হার-জিত থাকেই।