অসুস্থ ফখরুল স্বাস্থ্য সংকটে পড়লে দায় সরকারের : বিএনপি
আজ মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর পর এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জটিল রোগে আক্রান্ত একজন মানুষ। কারান্তরীণ অবস্থায় তাঁর স্বাস্থ্য ঝুঁকি আরো বেড়ে যাবে বলে চিকিৎসকগণ অভিমত দিয়েছেন। এ ধরনের পরিস্থিতিতে মির্জা ফখরুল স্বাস্থ্য সংকটে পড়ে গেলে, সেই অনাকাক্সিক্ষত পরিস্থিতির জন্য সরকারকেই দেশবাসী দায়ী করবেন। কেননা এর আগেও কারাগারে থাকাকালে মির্জা ফখরুল কয়েক দফা সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন এবং তার শারীরিক ওজন তখন ১৬ কেজি হ্রাস পেয়েছিল।
ড. রিপন বলেন, সরকার বিরোধী দলের সাথে রাজনীতি করবেন রাজনৈতিক প্রক্রিয়ায়। কিন্তু কাউকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হবে অত্যন্ত অমানবিক।
তিনি বলেন, মির্জা ফখরুল অনেক দিন ধরেই অসুস্থ। তার হৃদরোগসহ ঘাড়ে ক্যারোটিড আর্টারিতে ব্লক রয়েছে। এ বছর প্রায় ছয় মাস কারাভোগের পর উচ্চ আদালত তাকে উন্নত চিকিৎসার জন্য জামিন প্রদান করায় তিনি যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুরে কয়েক দফা চিকিৎসা নেন। কিন্তু তার ক্যারোটিড আর্টারিতে ব্লকটির অবস্থান খুবই জটিল হওয়ায় তা শৈল্য চিকিৎসার জন্য খুবই ঝুঁকিপূর্ণ বিবেচনায় তার অস্ত্রোপচার সম্ভব হয়নি। ক’দিন আগেও তিনি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য ফলোআপে যান এবং এ মাসের ২৪ তারিখে সিঙ্গাপুরে তার আরো উন্নত চিকিৎসার জন্য যাওয়ার তারিখ ছিল। কিন্তু উচ্চ আদালতের নির্দেশে একজন আইন মান্যকারী নাগরিক হিসেবে তিনি আজ নি¤œ আদালতে জামিন প্রার্থনা করেছিলেন, কিন্তু আদালত তার আবেদন নাকচ করে এই অসুস্থ মানুষটিকে কারাগারে পাঠানোর নির্দেশে আমরা তার স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বিচলিত হয়ে পড়েছি।
রিপন বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম, নি¤œ আদালত তার স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে তাঁকে জামিন প্রদান করবেন যাতে তিনি তার স্বাস্থ্য সুরক্ষায় নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন।
তিনি বলেন, মির্জা আলমগীর বাংলাদেশের রাজনীতিতে একজন সজ্জন, পরিশীলিত ও স্বচ্ছ ইমেজের মানুষ। এমন একজন আদর্শবান রাজনীতিক অসংখ্য মিথ্যা-হয়রানীমূলক মামলায় জর্জরিত হয়ে পড়েছেন। একইভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি কর্পোরেশনের জনগণের নির্বাচিত মেয়র অধ্যাপক আবদুল মান্নানও মামলায় জর্জরিত। দলের অন্যতম যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় কারারুদ্ধ।
তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারারুদ্ধ সকল নেতার মুক্তি দাবি করেন
কলাবাগান থানার মামলায় চার্জ গঠন ২৪ ফেব্রুয়ারি
ভাংচুর ও পুলিশের কাছে বাধা দেওয়া সংক্রান্ত কলাবাগান থানার মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ জনের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য আগামী ২৪ ফেব্রুয়ারী দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালতে আসামি পক্ষ সময় চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে এ আদেশ দেন