অসাম্প্রদায়িক দেশ গড়তে একসঙ্গে কাজ করার আহবান যোগাযোগমন্ত্রীর
 প্রতিবেদক : জঙ্গিবাদমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রতিবেদক : জঙ্গিবাদমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার ভোরে রাজধানীর বনানীতে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র উত্সব মহালয়া উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কিছু নেই। এখানে মুসলমানরা যে অধিকার ভোগ করবে, একই অধিকার ভোগ করছে হিন্দুরাও।
দেশকে জঙ্গিরাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেই ষড়যন্ত্র রুখতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
হিন্দু শাস্ত্রমতে শুক্লপক্ষের আগে অপরপক্ষে প্রয়াত মানুষদের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চন্ডিপাঠ ও গানের মাধ্যমে দেবীকে আমন্ত্রণ জানান হিন্দু পুরোহিত।
 
 
















