অসামাজিক কার্যকলাপ, ফয়’স লেকের বিভিন্ন হোটেল থেকে গ্রেপ্তার ৫২

20/05/2015 6:40 pmViews: 15

অসামাজিক কার্যকলাপ, ফয়’স লেকের বিভিন্ন হোটেল থেকে গ্রেপ্তার ৫২

 

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ফয়’স লেক এলাকার বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসে অভিযান চালিয়ে ৫২ জন যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৩২ জন যুবক ও ২০ জন যুবতী রয়েছে। বুধবার ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে খুলশী থানা পুলিশ।
খুলশী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, ‘ফয়েস লেক এলাকার বিভিন্ন হোটেল ও রেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার খবর পেয়ে ভোরে একযোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় হোটেল ও গেস্ট হাউস থেকে যাচাই বাছাই শেষে ৫২জন যুবক-যুবতীকে আটক করা হয়। তাদের হোটেলের ভেতর অন্তরঙ্গ ও আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে। আটককৃতদের  মধ্যে ৩২ জন যুবক ও ২০ জন নারী রয়েছে। তাদের সংশ্লিস্ট ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’

Leave a Reply