অল্পের জন্য রক্ষা পেলেন নওয়াজ শরিফ
অল্পের জন্য রক্ষা পেলেন নওয়াজ শরিফ
০৩ আগস্ট ২০১৫,সোমবার
বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তার পরিবার সদস্যরা। রোববার রাতে প্রধানমন্ত্রীর কনভয়ে ঢুকে পড়ে একটি রহস্যময় গাড়ি। একটি অনুষ্ঠান শেষে শৈলশহর মারি থেকে ইসলামাবাদে ফেরার পথে শরিফের কনভয়ের খুব কাছে চলে আসে একটি গাড়ি।
প্রধানমন্ত্রীর গাড়িতে তার স্ত্রী কুলসুম ও মেয়ে মরিয়ামও ছিলেন। সন্দেহভাজন গাড়িটিকে আটক করে নিরাপত্তাবাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটির চালক হাফিজ-উর-রহমান পাকিস্তান বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর।
শেষ পর্যন্ত অল্পের জন্য রক্ষা পান পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর, ওভারটেক করে কনভয়ে প্রবেশ করার পর তা প্রধানমন্ত্রীর সাদা ল্যান্ড ক্রুজার গাড়িকে ধাক্কা মারার উপক্রম করে। বরাতজোরে বেঁচে যান শরিফ। গাড়িটিতে ভুয়া নম্বরপ্লেট ছিল বলেও জানা গেছে। গাড়িচালককে জিজ্ঞাসাদ করা হচ্ছে।